সাংবাদিক বিপ্লব রহমানের লেখা ‘পাহাড়ে বিপন্ন জনপদ’ বইটি নিয়ে আলোচনার আগে প্রথমে আমাদের একটু ফিরে যেতে হবে গত শতকের শেষ ভাগে, যখন পার্বত্য চট্টগ্রামের প্রায় প্রতিটি দিন ছিল উত্তাল আর অস্থিরতায় ভরা। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশে তখন সবে নিয়মতান্ত্রিক শাসনের হাওয়া বইতে শুরু করেছে।