ভিনদেশ থেকে আসছে উড়ে হাওয়ার তালে হেলেদুলে নানা রঙের পাখি নামছে ওরা হাওড়–বিলে গাছগাছালির ফাঁকে ফাঁকে করছে ডাকাডাকি।