মেয়ে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম! এ তো আফিফা! আমার জীবনের প্রথম ভালোবাসা। আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেয়ে ছিল আফিফা। দেখতে দেখতে অনেক বছর কেটে গেছে, তাহলে ওর বিয়ে কেন হলো না? কী কমতি ওর মাঝে? সব আছে, তবু কেন বিয়ে হলো না? এই পৃথিবীতে কেউ সব দিক দিয়ে পরিপূর্ণ হয় না। কিছু না কিছু জায়গায় ঘাটতি থেকে যায়। তবে আফিফার ঘাটতি কী হতে পারে? কিছু তো আছে অপূর্ণতা।