সভাস্থল থেকে বের হয়ে তিনি উপজেলা পরিষদের ফটক পার হয়ে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক নানা স্লোগান দিয়ে জনাকীর্ণ স্থানে তাঁর ওপর চড়াও হন। তাঁর পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়।

source https://www.prothomalo.com/bangladesh/district/ঈশ্বরগঞ্জে-আইনশৃঙ্খলা-কমিটির-সভা-থেকে-বেরিয়ে-জাপা-নেতা-লাঞ্ছিত