কোনো মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে যদি আদালত রায়ে সুনির্দিষ্ট করে ফৌজদারি কার্যবিধির ৩৫ (এ) ধারার সুবিধার কথা উল্লেখ না করেন, তাহলেও ওই ব্যক্তি ধারাটির সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ। ওই ধারা অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাজা ঘোষণার আগে যত দিন জেলহাজতে (রায় ঘোষণার আগে হাজতবাস) ছিলেন, তা সাজার মোট মেয়াদ থেকে বাদ যাবে।

source https://www.prothomalo.com/bangladesh/কারাদণ্ডের-মেয়াদ-থেকে-হাজতবাস-বাদ-যাবে