আগামী ফেব্রুয়ারিতে চীনে শীতকালীন অলিম্পিক শুরু হবে। এর আগে করোনা সংক্রমণের হার শূন্যে নামিয়ে আনতে চাইছে দেশটি। কিন্তু চীনে নতুন করে বাড়তে শুরু করেছে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ।

source https://www.prothomalo.com/world/china/দর্শনার্থীর-করোনা-শনাক্ত-সাংহাইয়ের-ডিজনিল্যান্ড-বন্ধ-ঘোষণা