দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, গতকাল দেশটিতে ২০৮টি লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়। কিন্তু দেশটির প্রতিরক্ষামন্ত্রী নসিভিউই মাপিসা সংসদে ২৫ হাজার সেনা মোতায়েনের অনুরোধ জানান। দেশটিতে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু প্রেসিডেন্ট সিরিল রামাপোসার
source https://www.prothomalo.com/world/africa/বিক্ষোভ-লুটপাট-ঠেকাতে-২৫-হাজার-সেনা-মাঠে-নামাচ্ছে-দ-আফ্রিকা-2
0 মন্তব্যসমূহ