স্থানীয় জসিম উদ্দিনের নেতৃত্বে রুহুল আমিন, ইকবালসহ আরও কয়েকজন শিল্পপতি আবদুর রাজ্জাকের ওপর হামলা করেন। ওই সময় জসিম পাঠানের দায়ের কোপে আবদুর রাজ্জাকের এক পা বিচ্ছিন্ন এবং অপর পা ঝুলতে থাকে।

source https://www.prothomalo.com/bangladesh/district/ভালুকায়-কুপিয়ে-দুই-পা-বিচ্ছিন্ন-করার-ঘটনায়-দুজনের-রিমান্ড-আবেদন