কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই ঈদে অসংখ্য গরু–ছাগল কোরবানি করা হবে। এ কারণে এখন বগুড়ার শেরপুরের কামারপট্টিগুলো সরব হয়ে উঠেছে। দা, চাকু, ছুরি ও বঁটি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব পট্টির শ্রমিকেরা।

source https://www.prothomalo.com/bangladesh/district/শেরপুরে-কামারপট্টিতে-ফিরেছে-প্রাণচাঞ্চল্য