নর্থ রাইন ওয়েস্টপেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশে বন্যায় ১৮ জনের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হয়েছে। নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়ায় অনেকেই ছাদে আশ্রয় নিয়েছে। রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশ ৫০ থেকে ৭০ জন নিখোঁজ রয়েছেন।

source https://www.prothomalo.com/world/europe/জার্মানিতে-বন্যায়-মৃতের-সংখ্যা-বেড়ে-৪২