হারিয়ে গেছে মাটির হাঁড়ি কলসি কাঁখে বউ কাদাজলে নদীর ঘাটে জল টানে না কেউ। মাটির চুলায় রান্না করা যাচ্ছে ভুলে সবে চুলায় রাঁধা মজার খাবার হারিয়ে যাবে তবে।