টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত সকালের সেশনে ৩৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। চারে নামা কোহলি এখান থেকে দলের প্রথম ইনিংসের সুর বেঁধে দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে কাগিসো রাবাদা তাঁকে থামাতে কল্পিত ‘ফোর্থ স্টাম্প’-এ বল করে গেছে।