তোমার মনের অলিগলি ছেয়ে যাবে আমার হারিয়ে যাবার বিজ্ঞাপনে। ব্যানার আর ফেস্টুনে জড়িয়ে যাবে তোমার ইট-পাথরের শহর। দফায় দফায় জারি হবে নতুন কোন ধারা। প্রেমিক অ-প্রেমিকের স্লোগানে শিহরিত হয়ে উঠবে তোমার স্ব-জমিন।