বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন দ্বিতীয় রানওয়ের কাছে মঞ্চ তৈরী হলো, পাতা হলো লাল কার্পেট এবং সামরিক বাদ্য তাদের প্রথম মহড়ার কাজ শেষ করলো। তখন মানুষ আর কোন বাধা মানলো না। সব বাধা নিষেধ উপেক্ষা করে “শেখ মুজিব জিন্দাবাদ”, “ইন্দিরা গান্ধী যুগ যুগ জিও” ধ্বনি দিতে দিতে ঢুকে পড়লো বিমান ঘাঁটির পরিবর্তিত রানওয়ে এলাকায়।