করোনার বিপজ্জনক নতুন ধরন অমিক্রনকে বর্তমানে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জি-৭-এর নেতারা। উন্নত সাত অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গড়া এ জোটের নেতারা গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

source https://www.prothomalo.com/world/usa/সমন্বয়হীন-পদক্ষেপে-করোনার-সংক্রমণ-ঠেকানো-সম্ভব-নয়