মরুর দেশের ফল ‘ত্বিন’। এটি ডুমুরজাতীয় একধরনের ফল। স্বাদে খুব মিষ্টি ও রসাল হয় এই ফল। পুষ্টিগুণে ভরা এই ফল মধ্যপ্রাচ্যে অনেক জনপ্রিয়। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। বাংলাদেশে এটি ড্রাই ফ্রুট হিসেবে আমদানি হয়ে থাকে। পবিত্র কোরআনে এই ফলের উল্লেখ রয়েছে। ফলে বাংলাদেশে অনেকে এই ফলের বাণিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে বগুড়ার তরুণ সোয়েব সাদিক (৩৩) অন্যতম সফল একজন।
source https://www.prothomalo.com/bangladesh/district/বগুড়ার-মাটিতে-চাষ-হচ্ছেমরুর-দেশের-ত্বিন-ফল
0 মন্তব্যসমূহ