ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা সমর্থকেরা হয়তো মনে মনে ভাবছিলেন, বার্সার যদি অরিগির মতো কেউ থাকত। বেতিসের বিপক্ষে আজ প্রথমার্ধে বার্সার ফুটবলটা হয়েছে ম্যাড়মেড়ে। ১১ মিনিটের মধ্যে ফিলিপ কুতিনিওর দুটি শট ছাড়া তেমন সাড়া ফেলতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে জাভির দল।

source https://www.prothomalo.com/sports/football/বার্সায়-জাভির-প্রথম-হার-লিভারপুলের-রুদ্ধশ্বাস-জয়-2