কিছু লোক র্যাবের সহযোগিতায় এলাকায় ঢুকতে যাচ্ছিলেন। এ সময় অপর পক্ষের লোকজনের বাধার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে ছররা গুলিতে চারজন বিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছেন।
source https://www.prothomalo.com/bangladesh/district/র্যাবের-সহায়তায়-এলাকায়-ফিরতে-গিয়ে-সংঘর্ষ-চারজন-গুলিবিদ্ধ
0 মন্তব্যসমূহ