বিশ্ব ম্যাপে ছোট্ট এ দেশ করে নিয়েছে ঠাঁই এক নদী রক্ত ঝরিয়ে হারিয়েছি কত ভাই। কত মায়ের সোনার ছেলে স্বপ্ন নিয়ে চোখে জীবনবাজি রেখে তারা শত্রু দিল রুখে।

source https://www.prothomalo.com/writings/সবুজের-বুকে-লাল