তিরিশ লক্ষ প্রাণের দামে পেলাম সবুজ-লাল পতাকা এই পতাকার অঙ্গজুড়ে বাবা-ভাইয়ের রক্ত মাখা। এই পতাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর জড়িয়ে আছেন এই পতাকায় মুক্তিযোদ্ধা শহীদ-গাজি সবাই বাঁচেন।