রক্ত দিয়ে কেনা এ দেশ স্বপ্ন দিয়ে বোনা আমার দেশের ধুলো মাটি যেন খাঁটি সোনা। ফুলেরা হাসে পাখিরা গায় নদী বয়ে চলে লাল সবুজের ওই পতাকা দেশের কথা বলে।

source https://www.prothomalo.com/writings/রক্ত-দিয়ে-কেনা