জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন মাচাদো। অপেক্ষাকৃত দুর্বল বিমানবাহিনীর বিপক্ষে জোড়া গোল করলেও তাঁর পারফরম্যান্স দর্শকদের মন ভরানোর মতো হয়নি। যত সুযোগ পেয়েছেন, তাতে হ্যাটট্রিক হতে পারত অনায়াসেই।