ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজার এমন পারফরম্যান্স নিয়ে রসিকতার সুযোগ সংবাদমাধ্যম ছাড়বে কেন! সমসাময়িক এক সংবাদমাধ্যম লিখল, তিনি হাঁসের ডিম (ডাকস এগ) নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ০ আর হাঁসের ডিম দেখতে প্রায় একই কি না, তাই!