অ্যাডিলেডের এমন পিচে স্বীকৃত স্পিনার ছাড়াই খেলতে নামা ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও এখনকার ধারাভাষ্যকার নাসের হুসেইন। ইংল্যান্ডের এখনকার ঘরোয়া ক্রিকেট স্পিনার গড়ে তোলার জন্য উপযুক্ত নয়, সেটাও আরেকবার মনে করিয়েছেন তিনি।