ছোটবেলায় বাবার সাথে ছুটে যেতাম ঘুড়ি হাতে বোশেখ মেলায়, হাজীর হাটে ধানের খেতে, নদীর ঘাটে কত রকম খেলা ছিল হাসি–গানের মেলা ছিল। সেসব দিন তো গেছে বয়ে পৃথিবীটা ছোট হয়ে হাতের মুঠোয় এখন!