বাংলা‌দে‌শের চল‌চ্চিত্রে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম জ‌হির রায়হান। কিংবদন্তি ব্যক্তিত্ব জ‌হির রায়হান একজন বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈ‌নিক, সাংবা‌দিক, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, আলোক‌চিত্রী, বিপ্লবী চল‌চ্চিত্রকার, নাট্যকার ও প্রযোজক। প্রতি‌টি ক্ষেত্রেই তাঁর ছিল সরব উপস্থিতি ও সফল পদচারণ।‌ লেখক হি‌সে‌বে জ‌হির রায়হান যেমন পাঠকনন্দিত, তেম‌নি একজন সফল চল‌চ্চিত্র প‌রিচালক হি‌সে‌বেও তি‌নি ব্যাপকভাবে সমাদৃত।

source https://www.prothomalo.com/writings/কলম-ও-ক্যামেরা-ছিল-যাঁর-হাতিয়ার