যশোরে পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে পরাটা ছিল যুদ্ধের সবচেয়ে কৌতূহলী ধাঁধার একটি। ভারতীয় সেনা উৎস ও অন্যান্য বিশেষজ্ঞ পর্যবেক্ষকেরা কয়েক সপ্তাহ ধরেই ধারণা করছিল, যশোর ক্যান্টনমেন্ট দখল করতে ভারতীয় বাহিনীকে মরণঘাতী অবরোধ করতে হবে, প্রাণক্ষয়ও করতে হবে অনেক। যশোর ক্যান্টনমেন্টের আয়তন কয়েক মাইল, শহরের ঠিক বাইরেই এর অবস্থান।
source https://www.prothomalo.com/supplements/victory-day/যশোরের-মুক্তাঞ্চলে
0 মন্তব্যসমূহ