ভোরবেলা নিজেরাই গাড়ি চালিয়ে চলে যান যেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সেই স্থানে। স্থান বলতে একটা বাগান। আর সেই বাগানের ভেতর একটা ওয়াইনের কুটির। সেখানে স্ন্যাকসও পাওয়া যায়। তবে তাঁরা অর্ডার করে ডিনার সেরেছেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন পোষা কুকুর।

source https://www.prothomalo.com/lifestyle/কম-খরচে-কম-আয়োজনের-বিচিত্র-এক-বিয়ের-গল্প