২০১১ সালে গ্রিন ল্যানটার্ন ছবিতে কাজ করতে গিয়ে তাঁদের পরিচয়। সেই পরিচয়ই তাঁদের প্রেমের পথে নিয়ে যায়। তারপর জীবনেও জুটি বাঁধেন দুজন। উল্লেখ্য, ২০০৮ সালে রায়ান বিয়ে করেছিলেন আরেক হলিউড তারকা স্কারলেট ইয়োহানসনকে। তাঁদের সংসার স্থায়ী হয় তিন বছর।

source https://www.prothomalo.com/entertainment/hollywood/সেই-জাপানি-রেস্তোরাঁয়-প্রথম-ডেটিং