এসব শুনে আমার মনে হতো, মেয়েটার কি কোনো সত্যিকার বন্ধু নেই, যে তাঁকে একটু গাইড করবে? না হয় সে এতিম, অশিক্ষিত, ক্লাসহীন সমাজ থেকে উঠে আসা। কিন্তু ভদ্রলোক যাঁরা তাঁর আশপাশে থাকতেন, তাঁরা শুধু মেয়েটার কাছ থেকে সুযোগ-সুবিধাই নিলেন, একটুও দায়িত্ববান হতে পারলেন না
source https://www.prothomalo.com/entertainment/dhallywood/মেয়েটার-কি-কোনো-সত্যিকার-বন্ধু-নেই-যে-তাঁকে-একটু-গাইড-করবে
0 মন্তব্যসমূহ