ব্রাজিল সবচেয়ে বেশি পাঁচটি বিশ্বকাপ জিতেছে। জার্মানি আর ইতালির বিশ্বকাপ চারটি করে। এত দিন দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের পর আর্জেন্টিনা আর উরুগুয়ের সমান দুটি করে বিশ্বকাপই ধরা হতো। কিন্তু এখন উরুগুয়ের দাবি, তাদের বিশ্বকাপ চারটি।
source https://www.prothomalo.com/sports/football/উরুগুয়ের-বিশ্বকাপ-২টি-না-৪টি
0 মন্তব্যসমূহ