চ্যাম্পিয়নস লিগ জিততে রোনালদোকে ২০১৮ সালে রিয়াল থেকে নিয়ে এসেছে জুভেন্টাস। অভীষ্ট সেই লক্ষ্য চ্যাম্পিয়নস লিগে পরিসংখ্যান বিচারে সেরা খেলোয়াড়টিকে নিয়েও পূরণ করতে পারেনি তুরিনের ক্লাবটি। ৩৬ বছর বয়সী রোনালদো নিজেও নাকি বুঝতে পারছেন, ইতালিতে তাঁর সময় ফুরিয়েছে।

source https://www.prothomalo.com/sports/football/রোনালদো-ফিরবেন-রিয়ালে-যদি