আফ্রিকার দেশে কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

source https://www.prothomalo.com/world/africa/কঙ্গোয়-বাসট্রাক-সংঘর্ষে-নিহত-৩৩