কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার দিনই ঘটল অঘটন। হলিউড অভিনেত্রী জোডি টার্নার-স্মিথের হোটেলকক্ষ থেকে চুরি হয়ে গেল তাঁর মূল্যবান রত্নখচিত গয়না। অভিযোগ করতে থানায় পর্যন্ত যেতে হয়েছে এই অভিনেত্রীকে। ফ্রান্সে শেষ দিনটা প্রায় আড়াই ঘণ্টা তাঁকে কাটাতে হলো থানায়
source https://www.prothomalo.com/entertainment/hollywood/চলচ্চিত্র-উৎসব-থেকে-নায়িকার-গয়না-গায়েব
0 মন্তব্যসমূহ