তিনি বলেছেন, নির্মাণাধীন ভবনগুলোর বেসমেন্ট ও ছাদে বিভিন্ন জায়গায় জমা পানি থাকে। আর এখানেই এডিস মশার প্রজনন বেশি হয়। যাঁরা ভবন নির্মাণ করছেন অথবা নির্মাণকাজ বন্ধ রেখেছেন বা যাঁদের পরিত্যক্ত ভবন রয়েছে, তাঁদের ভবনে জমানো পানিতে সামান্য পরিমাণ কেরোসিন ঢেলে দিতে হবে।

source https://www.prothomalo.com/bangladesh/কেরোসিন-ঢেলে-মশা-মারার-পরামর্শ-মন্ত্রীর