কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের ম্যাচে একাদশের মূল ভিত পাল্টাবেন না স্কালোনি—এমনটাই মনে করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দোআলবিসেলেস্তে’–এর আর্জেন্টিনা দলের প্রতিবেদক রয় নেইমারও টুইটে যে সম্ভাব্য একাদশ দিয়েছেন, সেখানেও ইঙ্গিত রয়েছে পরিবর্তনের।
source https://www.prothomalo.com/sports/football/আর্জেন্টিনা-সেমিফাইনালে-যে-একাদশ-নিয়ে-নামতে-পারে
0 মন্তব্যসমূহ