উপমহাদেশের প্রখ্যাত বাম নেতা প্রয়াত জ্যোতি বসুর ১০৮তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার ৮ জুলাই। একটানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা জ্যোতিবসুর নামে কলকাতার সল্টলেকে একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এই কমিউনিস্ট নেতার জন্মবার্ষিকীতেই সেই জমির দখল বুঝে নেবে তাঁর দল সিপিএম।

source https://www.prothomalo.com/world/india/জ্যোতি-বসুর-জন্মবার্ষিকীতে-তাঁর-নামে-গবেষণা-কেন্দ্রের-জমির-দখল-নেবে-সিপিএম