ছয় বছর আগে আইনের বাতিল ধারায় সহস্রাধিক মামলা দায়েরের ঘটনায় বিস্মিত ভারতের সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করলেন। কী করে এমন হতে পারে এবং এরপর কী করণীয়, সে বিষয় জানতে চেয়ে সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাচ্ছেন। দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে এটির জবাব দিতে হবে।

source https://www.prothomalo.com/world/india/বাতিল-ধারায়-হাজারো-মামলার-জট-কেন্দ্রকে-নোটিশ-ভারতের-সুপ্রিম-কোর্টের