জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট আয়োজনের কেন্দ্রীয় উদ্যোগের বিরোধিতা করে গুপকর জোট জানিয়ে দিল, আগে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হোক, তারপর ভোট। জোট নেতৃত্ব একই সঙ্গে এ কথাও বলেছেন, জন্মু-কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় বৈঠকের পরও আস্থা ফেরাতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ।
source https://www.prothomalo.com/world/india/আগে-জম্মু-কাশ্মীরের-রাজ্যের-মর্যাদা-পরে-ভোটের-দাবি
0 মন্তব্যসমূহ