অনেক নিখোঁজ শ্রমিকের স্বজন তৃতীয় দিনের মতো রূপগঞ্জের কারখানাটির সামনে অপেক্ষা করেছেন। তাঁরা স্বজনদের ছবি হাতে এসেছিলেন। পুড়ে যাওয়া কারখানাটির ভেতরে যেতে চেয়েছিলেন। দেখতে চেয়েছিলেন, কোন আগুন পুড়িয়েছে তাঁদের সব স্বপ্ন, সব আশা।
source https://www.prothomalo.com/bangladesh/district/আমারে-মায়ের-লাশ-আইনা-দে-ঘরের-লগে-মাটি-দিমু
0 মন্তব্যসমূহ