প্রশাসনের উদ্ধার অভিযানের জন্য সেখান থেকে চলে যেতে হয়েছে বলে বিলায়েত আলী ও তাঁর পরিবারের লোকজন বাঁশ-লাঠি দিয়ে সারোয়ারের ওপর হামলা চালান। তাঁরা সারোয়ারকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে দা দিয়ে মারতে সরোয়ারের দিকে তেড়ে যান।
source https://www.prothomalo.com/bangladesh/district/আশ্রয়ণ-প্রকল্পের-কাজ-তদারকিতে-গিয়ে-মারধরের-শিকার-ভূমি-কর্মকর্তা
0 মন্তব্যসমূহ