সম্প্রতি জনাব রাজিন চল্লিশ হাজার মুরগির একটি পোল্ট্রিফার্ম স্থাপন করেছেন। ফার্মের একটি ইউনিট গাজীপুর এবং অন্যটি উত্তরায় অবস্থিত। দুটি ইউনিটের জন্য দুজন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। জনাব রাজিন দায়িত্ব নিলেন প্রধান নির্বাহী কর্মকর্তার।