হৃদয় শুষ্ক নভঃ অম্বরিষে যেমন ছিল, তেমনই থাকবে আশা কোথায় খুঁজব, পাব এমন কিসে আর্দ্র সেই সরস ভালোবাসা। চৈত্রের শেষে আষাঢ়ের ছিটেফোঁটা থমকি আমার অভিলাষী নয়নপাতা শ্রাবণ ধারায় আবেগের ঘনঘটা বর্ষাই আমার প্রণয় নির্মাতা।