পানকৌড়ির মতো ডুব সাঁতারে পৌঁছে যাব তোমার হৃদমন্দিরে তুমি শঙ্খ হাতে বসে থাকবে শুধু আমারই অপেক্ষায়। খোলা চুল থেকে টুপ টুপ করে ঝরে পড়বে বিন্দু বিন্দু জলকণা। চোখের কোণে স্বপ্নের ঝিলিক ঠোঁটের কোণে এক চিলতে হাসি ওষ্ঠ দুটি কেঁপে উঠবে কচি কিশলয়ের মতো।
source https://www.prothomalo.com/writings/ডুব-সাঁতার
0 মন্তব্যসমূহ