যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শুক্রবার রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনের কাছ থেকে কেনা টিকার প্রথম চালানও আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

source https://www.prothomalo.com/bangladesh/যুক্তরাষ্ট্র-থেকে-এল-মডার্নার-১২-লাখ-টিকা