দিপেন টুডুকে শুক্রবার সকালে তাঁর স্বজনেরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করার জন্য নিয়ে আসেন। কিন্তু তিন ঘণ্টা অপেক্ষা করেও ভর্তির সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে বিএমএর এক নেতার সুপারিশে তিনি ওই ওয়ার্ডে ভর্তির সুযোগ পান।

source https://www.prothomalo.com/bangladesh/district/তিন-ঘণ্টা-অপেক্ষার-পর-ভর্তির-সুযোগ-পেলেন-দিপেন-টুডু