শুক্রবার দুপুরে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী পারিবারিকভাবে সীমিত পরিসরে বিয়ে সম্পন্ন হয়। নীরবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে আরও কয়েকজন আত্মীয়সহ দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে নগরের ছড়ারপাড়ে ভাড়া বাড়িতে ফিরছিলেন।
source https://www.prothomalo.com/bangladesh/district/নববধূকে-নিয়ে-বাড়ি-ফেরার-পথে-গুনলেন-জরিমানা
0 মন্তব্যসমূহ