বৃষ্টি পড়ে বাঁশবাগানে বৃষ্টি পড়ে পুকুরে বৃষ্টি ডাকে হাত ইশারায় ছোট্ট সোনা খুকুরে। বৃষ্টি পড়ে নায়ের পালে বৃষ্টি পড়ে বিলে বৃষ্টি পড়ে ব্যাঙের ছাতায় হিমালয়ের হিলে।

source https://www.prothomalo.com/writings/বৃষ্টি-পড়ে-ছন্দ-তালে