স্বামী সাজতেন ঘটক আর স্ত্রী বিয়ের পাত্রী। এমন ছদ্ম পরিচয়ে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন তাঁরা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গচ্চি নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে এমন এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

source https://www.prothomalo.com/bangladesh/district/স্বামী-ঘটক-স্ত্রী-সাজতেন-পাত্রী