শিশু বয়সে হজমজনিত সমস্যা থাকলে খাবারের পুষ্টি আন্ত্রিক খাদ্যনালিতে যথাযথভাবে শোষিত হতে পারে না। এর ফলে শিশু পুষ্টির অভাবজনিত সংকটে পড়ে। শিশুরা কখনো একসঙ্গে বেশ কয়েক ধরনের পুষ্টির হজমজনিত সমস্যায় পড়ে, কখনো–বা কেবল নির্দিষ্ট প্রকারের পুষ্টিজাত বদহজমে ভোগে।

source https://www.prothomalo.com/life/health/শিশুর-বদহজম